সোনাগাজী পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে আ.লীগ প্রার্থীর পথসভা জনসভায় রূপান্তর

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সোনাগাজী পৌরসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণার শেষ দিনে আ.লীগ প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের সমর্থনে আয়োজিত পথ সভা জনসভায় রূপান্তর হয়েছে। শনিবার বিকাল ৩টায় পৌরসভা প্রাঙ্গনে পৌরসভা আ.লীগের উদ্যোগে নৌকা প্রতিকের সমর্থনে এক নির্বাচনি পথসভার আয়োজন করা হয়। বিকাল তিনটা থেকে বিভিন্ন উয়ার্ড থেকে নৌকা প্রতিকের সমর্থনে খন্ড খন্ড মিছিল নিয়ে আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পথসভায় অংশ নেয়।

উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হকের সভাপতিত্বে ও পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, ফেনী জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজুল কবির, দফতর সম্পাদক, ফেনী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ উল্যাহ খোন্দকার, ফেনী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আ.লীগের প্রচার সম্পাদক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, মেয়র প্রার্থী, বর্তমান মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, পৌর আ.লীগের সভাপতি সেলিম পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমুখ।

বিএনপি বিহীন নিরুত্তাপ নির্বাচনি মাঠে আ.লীগের এক চেটিয়া মাঠ দখলে থাকলেও মেয়র পদে ৪জন, সংরক্ষিত দুটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৪জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলো- ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতিকের হাফেজ হিজবুল্লাহ, স্বতন্ত্র মোবাইল প্রতিকে আবু নাছের এবং জগ প্রতিকে শেখ সেলিম।

সোনাগাজী পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৯৮৫জন। এর মধ্যে নারী ভোটার ৭হাজার ৮৫৮ এবং পুরুষ ভোটার ৮ হাজার ১২৭ জন।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24

আরো দেখুনঃ