অবৈধ পথে গরু পাচারের অভিযোগে ভারতে বাংলাদেশি যুবক আটক

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে প্রবেশ করে গরু পাচারের দায়ে আব্দুর রহিম (২৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরোক্ষী বাহিনী (বিএসএফ)।

আটকের পর সোমবার (২০ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়। জানা যায়, আটক আব্দুর রহিম
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি হাবিবপুড় এলাকার বাসিন্দা। সোমবার দিনগত রাতে ভারতীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে বাংলাদেশি যুবক আব্দুর রহিম। বিএসএফ ও ভারতীয় পুলিশ বেশ কয়েকদিন ধরে যৌথ অভিযান পরিচালনা করে আসলে অভিযানের মাঝে গত রোববার (১৯ জুন) দিনগত রাতে ফাঁসিদেওয়া সীমান্তের ধনিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করে। পরে রহিম গরু পাঁচারের বিষয়টি শিকার করলে সোমবার আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ভারতীয় আদালতে তোলা হয়। একই সাথে ভারতীয় পুলিশ ৭দিনের পুলিশ হেফাযতে নেয়ার আবেদন জানায় আদালতকে।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহফুজুল হক বলেন, গরু পাঁচারকারী বা অন্য অপরাধের সাথে জড়িত কাউকে যদি ভারতের ভেতর থেকে গ্রেফতার করে সে বিষয়ে আমাদের করার কিছু থাকে না। তবে এখন পর্যন্ত কোন বাংলাদেশি যুবক ভারতে আটক হয়েছে বলে কোন অভিযোগ আসেনি।

আরো দেখুনঃ