নীলফামারীতে ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

সুভাষ বিশ্বাস , নীলফামারী।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (০৫ আগস্ট) শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, জেলা আওয়ামীলীগ, জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম-পিপিএম (এডিআইজি), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার আরিফ হোসেন মুন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দশজন প্রবীণ ও সাবেক ক্রীড়াবীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল, যুব উন্নয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

আরো দেখুনঃ