অপুকে দেখে ভক্তদের উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক।।

ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। বর্তমানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর ব্যানারে সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোতেও দেখা মেলে অপুর।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট চাকলমুয়া এলাকায় অনুষ্ঠিত ফুটবল খেলার মাঠে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিয়ে একটি সেলফিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আপনাদের ভালোবাসায় আজ আমি।’

এ প্রসঙ্গে অপু বলেন, ‘আমাদের জাতির পিতা যে পথ আমাদের দিয়ে গেছেন, তার বাহিরে আমরা কেউই যাব না। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এজন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালাইবাসীর পক্ষ থেকে করতালি।’

তিনি আরও বলেন, ‘আমরা আসলে সিনেমার মানুষ, আপনাদের কাছাকাছি খুব একটা যেতে পারি না। সেজন্য এ রকম অনুষ্ঠান হলে সেখানে আমি দ্রুত চলে যাই। আপনারা ডাকলে আমি বারবার চলে আসব।’

নিজ জেলায় যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় বগুড়া-জয়পুরহাট নিয়ে একটি জেলা ছিল। এখন সেটা ভাগ হয়েছে। তাই আমি বলব, এখানে যারা আছেন, তাদের প্রত্যেকের ঘরের মেয়ে আমি। আপনাদের জন্যই আমি চলচ্চিত্রে কাজ করছি। আমি সবসময় চাই আপনারা আমাকে নিয়ে আসবেন।’

প্রসঙ্গত, বন্ধন বিশ্বাসের পরিচালনায় গত বছরের ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে ‘লাল শাড়ি’র দৃশ্য ধারণ। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন-অপু।

একসময় দেশে তাঁত শিল্পের দারুণ সমৃদ্ধতা ছিল। দিন দিন সেই শিল্প হারিয়ে যাচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই ‘লাল শাড়ি’র কাহিনি এগিয়েছে। এতে সাইমন-অপু ছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডনসহ আরও অনেকে।

আরো দেখুনঃ