বিএনপির মিডিয়া সেল দেখতে গেল শামসুজ্জামানের পরিবারকে

অনলাইন ডেস্ক।।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক কারাবন্দি শামসুজ্জামান শামসের পরিবারকে দেখতে তার বাসায় গেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা। এ সময় তারা শামসুজ্জামানের পরিবারের খোঁজখবর নেন।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শামসুজ্জামানের সাভারের বাসায় যান তারা। এসময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেলা ১১টায় বিএনপির মিডিয়া সেলের সদস্যরা কারাবন্দি সাংবাদিক শামসুজ্জামানের বাসায় যান।

কান্না জড়িত কণ্ঠে সাংবাদিক শামস-এর মা বলেন, আমার সন্তান কখনও অপ-সাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও। সাংবাদিক শামস-এর মাকে সান্ত্বনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।

ফরহাদ/অননিউজ

আরো দেখুনঃ