মোল্লাহাটে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগের দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

মোল্লাহাটে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে মধুমতি ১০০ মে.ও. এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১:০০ টায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে, উপজেলা পরিষদ মিলনায়তনে, নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর সিএসআর কার্যক্রমের আওতায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, প্লান্ট ম্যানেজার, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান শুভ ও মোঃ আরিক ইয়াসির রুশদী, সহকারী প্রকৌশলী কে এম মহিউদ্দিন আবির, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ ইমরান হুসাইন, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ মোহাম্মাদ আলী মোহন, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ। উপজেলার হতদরিদ্র ২’শ পরিবারকে এ ত্রাণ দেওয়া হয়। প্রতি বস্তায় ছিলো চাউল, ডাউল, চিনি, তেল, আলু, পিয়াজ, সিমাই, গুড়োদুধ।

আরো দেখুনঃ