ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী সুষ্ঠু নির্বাচনে অগ্নি সন্ত্রাস হলে দোষ বিএনপির সন্ত্রাসীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্তাবধায়ক সরকার অবৈধ। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় কেউ অগ্নি সন্ত্রাস করে তাহলে সে দোষ আওয়ামলীগের বা জনগনের নয়। সেই দোষ বিএনপির সন্ত্রাসীদের। আগামী ২০২৪ সালে নির্বাচন কমিশন যেদিন সময় দিবেন সেই দিনই বাংলাদেশে সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সোমবার দুপুরে কসবা উপজেলার পানিয়ারুপে সিরাজুল হক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতির দায়ে তত্ত¡াবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় বেগম খালেদা জিয়ার কারাদন্ড হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাকে শর্ত সাপেক্ষে তাকে জামিনে মুক্তি দেয়া হয়। শর্তানুযায়ী তিনি দেশে চিকিৎসা নিবেন, বিদেশে যেতে পারবেন না।

অনুষ্ঠানে কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচ.এম সারওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রাশেদুল ভূইয়া কাওসার জীবন প্রমূখ।

 

শান্ত/অননিউজ

 

আরো দেখুনঃ