কুমিল্লায় ডেঙ্গু গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৭জন

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার সকাল ১২টা এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২২ জুলাই সকাল থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।আজকের ডেঙ্গু আক্রান্ত কুমিল্লা মেডিকল কলেজ ১১ জন,জেলারেল হাসপাতালে দুই জন, ইস্টার্ন মেডিকেল এক জন,মেডিকেল সেন্টার তিনজন, দাউদকান্দি দশজন,হোমনা সাত জন,লাকসাম সাতজন,তিতাস একজন,বরুড়া একজন,মেঘনা দুইজন,সদর দক্ষিণ একজন, নাঙ্গলকোট একজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত মোট ৪৭জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী
ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতাল ১০৫জন। কুমিল্লা বিভিন্ন হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি আছে যেমন কুমিল্লা মেডিকেল কলেজ ১১ জন,
সদর জেনারেল হাসপাতালে দুইজন,বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স দুইজন ,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স এ ০৫জন, চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স একজন ,ইস্টার্ন মেডিকেল দুই জন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সের একজন,নাঙ্গলকোট একজন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্স দুইজন,মেডিকেল সেন্টার তিনজন।

মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ১০৪জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ