হারের দায় যাদের ওপর চাপালেন সাকিব

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে ওঠার পথে অনেকটাই ছিটকে গেছে টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারের কারণ হিসেবে দলের টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন অধিনায়ক সাকিব আল হাসান।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৬ রানেই গুঁটিয়ে যায় টাইগাররা। ফলে ২১ রানের পরাজয়ে এশিয়া কাপ জয়ের স্বপ্ন শেষ সাকিব বাহিনীর।

ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এসে সাকিব বলেন, ‘আমি শুরুতে ভেবেছিলাম টসটা জিতে ভালোই হলো। আমরা নির্দিষ্ট করে ভালো বোলিং করতে পারিনি। বোলারদের জন্য উইকেটে সাহায্য ছিল, কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। এরপরও আমরা খুব ভালোভাবে ফিরে এসেছিলাম কিন্তু সাদিরা খুব ভালো খেলেছে। ’

সাকিব যোগ করেন, ‘আমাদের এই লক্ষ্যটা তাড়া করতে ৮০-১০০ রানের জুটির দরকার ছিল। আমাদের টপ-অর্ডারের চার ব্যাটার যথেষ্ট রান করতে পারেনি আর আমরাও শুরুতে ভালো বল করিনি। আমাদের পেসাররা একটু বেশি রান দিয়েছে কিন্তু তারাই সবগুলো উইকেট নিয়েছে, তাই অভিযোগের জায়গা নেই।’

এছাড়া সাকিবের কাঠগড়ায় রয়েছে বোলারদের শুরুতে উইকেট তুলতে না পারাও। অবশ্য ম্যাচে লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে একাই টেনে নিয়েছিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। টাইগার এই ব্যাটার এদিন খেলেছেন ৮২ রানের অনবদ্য ইনিংস। যে কারণে হৃদয়ের প্রশংসাও করেছেন সাকিব।

টাইগার পোষ্টারবয় বলছিলেন, ‘হৃদয় খুবই ভালো ব্যাট করেছে। ও এখানে এলপিএল খেলেছে, এটা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সে সত্যিই খুব ভালো খেলেছে। যদি আরেকটু লম্বা সময় ব্যাট করতে পারতো…কিন্তু সবসময়ই এমন যদি-কিন্তু থাকবেই। শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে এজন্যই তারা জিতেছে।’

আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষ করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ