সোনাগাজীতে নানা কর্মসূচীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে সোনাগাজীতে র‍্যালি, অগ্নিকান্ড নিবার্পন, ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচী পালন করা হয়। সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেযারম্যান সাখাওয়াতুল হক বিটু, সিপিপি’র সহকারি পরিচালক মুনীর চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ রায়হান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমদ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জামিল আহম্মদ, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ূন কবির ও মাস্টার হোসাইন আহম্মদ প্রমুখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ