বাস-চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস ও কলা বোঝাই চাঁদের গাড়ির (জিপ) মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইবরাহিম দুর্ঘটনা কবলিত চাঁদের গাড়িটির চালক ছিলেন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আমির হামজা।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি নৈশ কোচ মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা এলাকা অতিক্রম করার সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া কলা বোঝাই চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালকসহ বাসের অন্তত দশ যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চাঁদের গাড়ি চালকের। বাকিদের চিকিৎসা চলছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মীর মোশারফ হোসেন জানান, আভ্যন্তরীণ ইনজুরিতে রক্তক্ষরণে মো. ইবরাহিমের মৃত্যু হয়েছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ