সাংবাদিকদের উপর নৃসংশ হামলার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন

দেবিদ্বার প্রতিনিধি।।
২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন মুক্তিযুদ্ধ চত্বরে দেবিদ্বার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এই মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রাব্বি প্লাবন, দেবিদ্বার প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেল ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সী প্রমুখ।

বক্তার বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপরে বর্বরোচিত হামলা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। গত শনিবার ঢাকায় হামলার শিকার হয়েছেন প্রায় ৩০ জন সাংবাদিক। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় রাষ্ট্রকে বহণ করার দাবি জানাই। তারা আরো বলেন, যারা এই নৃসংশ হামলায় জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কোনভাবেই তাদের ছাড় দেওয়া যাবেনা।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি মো.মাহমুদুল হাসান, দৈনিক কালবেলার দেবিদ্বার প্রতিনিধি মো. শাহীন আলম, যায়যায় দিনের মো. জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা বাণী২৪’র মোহাম্মদ উল্লাহ ভুইয়া সোহাগ, দেবিদ্বার প্রেসক্লাবের আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. মনির আহমেদ, দপ্তর সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবুল বাসার, দৈনিক খোলা কাগজের আল-আ‌মিন কিব‌রিয়া, মাতৃছায়ার মেহেদী হাসান এবং জুয়েলসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকর।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ