খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

খাগড়াছড়ি প্রতিনিধি।।
নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন এই প্রতিপাদ্যর ব্যানারে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা সভা।

শনিবার খাগড়াছড়ি সরকারি স্কুলের মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়,র‍্যালিটি শাপলাচত্বর হয়ে টাউন হলের সামনে এসে শেষ হয়,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গণ স্বাক্ষরে অংশগ্রহণ করে।

পরে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা করা হয়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক শেফালিকা ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন – উপ পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – শহর সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম, নির্বাহী পরিচালক কাবিদাং লালসা চাকমা, উইমেন রিসোর্স নেটওয়ার্ক চিংমে প্রু মারমা,এক্টিভিস্ট ফোরামের সদস্য পনম বড়ুয়া, উদযাপন কমিটি সদস্য সচিব ও সেত্রুেটারি ওয়াইডব্লিউসিএ পুস্পিতা ত্রিপুরা প্রমুখ।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ