পঞ্চগড়ে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু

পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড়-১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেছেন নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। পরে একটি বর্ণাঢ্য প্রচারণা র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শেষে সংক্ষিপ পথসভার মাধ্যমে নির্বাচনে নৌকার পক্ষে সকলকে থাকার আহব্বান জানান নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা।

আওয়ামীলীগের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সারা বাংলাদেশে মনোনিত প্রার্থীদের নৌকা প্রতিক দিয়েছেন। আজকে আমাদের প্রতিক বরাদ্দ হয়েছে। বিশ্বাস করি ৭ই জানুয়ারি উৎসব মুখর পরিবেশে পঞ্চগড়ের উন্নয়নের জন্য দল-মত নির্বিশেষে আমরা ভোট কেন্দ্রে যাবো এবং নৌকাকে ভোট দিব।

এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভা কক্ষে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার পক্ষে প্রতীক সংগ্রহ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ