প্রধানমন্ত্রীর ম‌ডেল নির্বাচন‌কে যারা প্রশ্ন‌বিদ্ধ কর‌বে তা‌দের প্রতি‌রোধ করা হ‌বে; আবুল কালাম

দে‌বিদ্বার প্রতি‌নি‌ধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে কু‌মিল্লা-৪ (‌দে‌বিদ্বার) আস‌নের ঈগল প্রতী‌কের স্বতন্ত্র সংসদ সদস‌্য প্রার্থী আবুল কালাম আজা‌দের এক উঠান বৈঠক বৃহস্পতিবার দুপু‌রে খ‌লিলপু‌রের গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযু‌ক্তি ক‌লেজ মা‌ঠে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

৬ নং ফ‌তেহাবাদ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান কামরুজ্জামান মাসুদের সভাপ‌তি‌ত্বে এবং ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের মানবসম্পদ সম্পাদক আব্দুল গাফ্ফা‌রের সঞ্চালনায় উঠান বৈঠ‌কে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কু‌মিল্লা উত্তর জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক, স্বতন্ত্র সংসদ সদস‌্য প্রার্থী ঈগল প্রতী‌কের আবুল কালাম আজাদ।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন জাতীয় পা‌র্টির প্রেসিয়াম সদস‌্য অধ‌্যাপক ইকবাল হো‌সেন রাজু, উত্তর জেলা আওয়ামী লী‌গের সদস‌্য কা‌লিপদ মজুমদার, সা‌বেক সদস‌্য হা‌জি তু‌হিন, উপ‌জেলা শ্রমিক লী‌গের সাধারন সম্পাদক কাউছার হায়দার, মোঃ আজাদ ভুইয়া, আব্দুর র‌হিম আ‌র্মি, আতাউর রহমান খান (জ‌হির মেম্বার), প্রমূখ।

উঠান বৈঠ‌কে আবুল কালাম আজাদ ব‌লেন, এবা‌রের নির্বাচন হ‌বে বিদ‌্যু‌তের না‌মে কো‌টি কো‌টি টাকা আত্মস্বাৎকারী‌দের বি‌রো‌দ্ধে, জি‌বির না‌মে কো‌টি টাকার চাঁদাবাজদের বি‌রো‌দ্ধে, গোমতীর মা‌টি লু‌টেরা‌দের বি‌রো‌দ্ধে।

তি‌নি আরও ব‌লেন, এবা‌রের নির্বাচন হ‌বে জনগণ‌কে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেয়া শ্রেষ্ঠ উপহার। অবাধ, সুষ্ঠ নির্বাচ‌নের মধ‌্য দি‌য়ে তি‌নি দে‌শে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা কর‌তে অঙ্গীরাবদ্ধ। সুতরাং যারা বল‌ছেন ভোট কে‌টে নি‌য়ে যা‌বেন, ডিক্লার দি‌য়ে দে‌বেন তারা সাবধান হ‌য়ে যান, প্রধানমন্ত্রীর এই ম‌ডেল নির্বাচন‌কে যারা প্রশ্ন‌বিদ্ধ কর‌বেন তা‌দের ক‌ঠোর হা‌তে প্রতি‌রোধ করা হ‌বে।

এদিন বিকেলে উপজেলার ইউসুফপুর আইডিয়াল হাই স্কুল ও সন্ধ্যায় সৈয়দপুর আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠায়ে আরও দুইটি উঠন বৈঠক অনুষ্ঠিত হয়৷

এফআর/অননিউজ

আরো দেখুনঃ