কাতার বাংলা প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

কাতার প্রতিনিধি।।

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বিজয় উৎসব পালিত হয়েছে, এই প্রথম কাতারের স্থানীয় সময় রাত ৯টায় এবং বাংলাদেশ সময় রাত ১২টায় দেশের সাথে সময় মিল রেখে বিজয়ের প্রথম পহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি।

রাজধানী দোহা তূর্কি ইস্তাম্বুল সালিমার রেস্টুরেন্টে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি কাতার এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, মোঃ শফিকুল কাদের, মোহাম্মদ ইসমাইল মিয়া ও হাজী হাসান মাবুদ।

বক্তব্য রাখতে কাতার বাংলা প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, মাহমুদুল হাসান, মোঃ শাহ আলম খান, জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার সেলিম সহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন কাতারের জনপ্রিয় বাংলা ব্যান্ডদল শ্রাবণ।

আরো দেখুনঃ